• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিশুদের ওমরাহ পালনে নির্দেশনা সৌদি আরবের

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

অনেক মুসলিম বাবা-মা ও অভিভাবক তাদের শিশুসন্তানদের নিয়ে ওমরাহ করতে যান। এক্ষেত্রে শিশুদের নিরাপত্তার ব্যাপারটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুসন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহযাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়। খবর: গালফ নিউজ।

নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহর সময় সব শিশুর ডান অথবা বাঁ হাতের কব্জিতে অবশ্যই পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। লাখ লাখ ওমরাহযাত্রীর ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি-সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে।

এছাড়া যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরাহতে এসেছেন, তাদের ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ভিড় কম হয়, এমন সময় ও স্থান বেছে নিতে বলা হয়েছে।

গুরুত্ব দেয়া হয়েছে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর। শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যতœশীল হওয়ার আহ্বান জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য খেতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

হজের সময় এক মাস ব্যতীত সারা বছর ওমরাহ পালন করা যায়। তবে সৌদি আরবের আবহাওয়াগত কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত ওমরাহযাত্রীদের ভিড় থাকে বেশি। প্রতি বছর সৌদি ও বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ করতে মক্কায় যান।

ওমরাহযাত্রীদের সুবিধার জন্য চলতি বছর ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিন বৃদ্ধি করেছে সৌদি সরকার। সেই সঙ্গে নারী যাত্রীদের জন্য স্বামী বা মাহরামের সঙ্গে ওমরাহ করার বাধ্যতামূলক নিয়মও রদ করেছে সরকার। নতুন নিয়মে নারী যাত্রীরা চাইলে স্বামী বা মাহরাম ছাড়াই ওমরাহ করতে পারবেন।

আজকের খুলনা
আজকের খুলনা