• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

অস্ত্র ক্রয়ে প্রতারণার মামলায় অভিযুক্ত বাইডেনপুত্র হান্টার

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

যুক্তরাষ্ট্রের দায়িত্বরত প্রথম কোনো প্রেসিডেন্টের সন্তান হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগ্নেয়াস্ত্র কেনার সময় অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার হান্টারকে অভিযুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে অস্ত্র কেনার সময় অবৈধ ড্রাগ সেবনের বিষয়ে মিথ্যাচার। সত্য বললে আইন অনুযায়ী আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন না বাইডেনপুত্র।

হান্টার বাইডেন অভিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আদালতকক্ষের নাটকীয়তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির বর্ষীয়ান রাজনীতিক ৮০ বছর বয়সী বাইডেন। অন্যদিকে তার বিপরীতে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী ডনাল্ড ট্রাম্প, যিনি চারটি ফৌজদারি অপরাধের মামলায় বিচারের সম্মুখীন হয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা