• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

উগান্ডায় সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

সমকামিতার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ উগান্ডা। মৃত্যুদণ্ডের বিধান রেখে দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি অ্যান্টিহোমোসেক্সুয়ালিটি বিলে সই করেছেন। তবে এর সমালোচনা করছে পশ্চিমা দেশগুলো। এমনকি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে দেশটির ওপর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, উগান্ডায় সমকামী সম্পর্ক আগে থেকেই অবৈধ। আফ্রিকার আরও ৩০ টির বেশি দেশে সমকামিতা অবৈধ। কিন্তু উগান্ডার মতো এত কঠোর আইন কোনো দেশে নেই।

সোমবার (২৯ মে) নতুন এই আইনের ঘোষণা দেয় উগান্ডা সরকার। এতে কেউ সমকামিতায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। আর ১৮ বছরের নিচে কারও সঙ্গে সমকামী যৌন সম্পর্ক থাকলে কিংবা কারও মধ্যে এইচআইভি/এইডসের মতো প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত হলে নতুন আইনে মৃত্যুদণ্ড হতে পারে। এ ছাড়া সমকামিতার প্রচার চালানোর ক্ষেত্রে ২০ বছরের সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

চলতি মাসের শুরুর দিকে উগান্ডার আইনপ্রণেতারা সমকামিতা বিরোধী খসড়া বিল পাস করেন। ওই সময় বলা হয়, পশ্চিমা অনৈতিকতা থেকে উগান্ডার মূল্যবোধকে রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে যেকোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়।

এদিকে উগান্ডার কঠোর এই আইনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আইনটির বিরুদ্ধে উগান্ডার উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোশন ফোরাম এবং আরও ১০টি মানবাধিকার সংগঠন।

আজকের খুলনা
আজকের খুলনা