• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

ভারতে যৌন হেনস্থার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এলেন জাপানি তরুণী

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

ভারতে হোলিতে এক জাপানি তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশ চলে এসেছেন।

গত বুধবার দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই অভিযুক্ত নাবালকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়, পাহাড়গঞ্জ এলাকাতেই থাকতেন ওই জাপানি তরুণী। হোলির দিন রাস্তায় বেরিয়েছিলেন তিনি। এরপর তিন যুবক জোর করে ওই তরুণীকে ঘিরে ধরে রং মাখিয়ে দেন। তরুণী বাধা দিলেও তাকে ছাড়া হয়নি। জোর করে ওই তরুণীকে জড়িয়ে ধরার চেষ্টাও করা হয়। এমনকি তার মাথায় ডিমও ফাটিয়ে দেন অভিযুক্তরা। এসময় একজনকে থাপ্পড়ও মারেন ওই তরুণী। তারপর কোনোভাবে ওই এলাকা থেকে পালিয়ে যান জাপানি তরুণী।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

খবরে আরও জানানো হয়, যৌন হেনস্থার ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি ওই তরুণী। তার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগও করেছিল পুলিশ।

অভিযুক্তদের গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা। 

আজকের খুলনা
আজকের খুলনা