• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মধ্যপ্রাচ্যে রমজান শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

আগামী ২২ মার্চ (বুধবার) মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে। 

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

আইএসি এর হিসেব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর, অর্থাৎ ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রোজা শুরু হওয়ার কথা।

এদিকে রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, চলতি বছর যদি ২৯টি রোজা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে; আর উপমহাদেশে হবে ২২ এপ্রিল।

আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এ মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা’। রমজান মাস দোয়া কবুলের মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়।’

সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এ সময় সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-ঈদুল ফিতর উদযাপিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা