• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আজকের খুলনা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। 

সোমবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার যুক্তরাজ্যের সরকার গঠনের আমন্ত্রণের জন্য বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন কনজারভেটিভ পার্টির এ নেতা। 

লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে প্রধানমন্ত্রী খুঁজে নিতে কনজারভেটিভ দলের প্রায় দুই লাখ সদস্য ভোট দেন। 

মোট ভোট পড়েছে ৮২.৬ শতাংশ৷ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট (৫৭.৪ শতাংশ)৷ সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি (৪২.৬ শতাংশ)৷ 

২০১৯ সালে ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন বরিস জনসন৷ ২০০৫ সালে ডেভিড ক্যামেরন পেয়েছিলেন ৬৭ দশমিক ৬ শতাংশ ভোট৷ আর ২০০১ সালে ডানকান স্মিথ পেয়েছিলেন ৬০ দশমিক ৭ শতাংশ ভোট৷

আজকের খুলনা
আজকের খুলনা