পশ্চিমবঙ্গে পিকে হালদারের বিপুল সম্পত্তির সন্ধান
আজকের খুলনা
প্রকাশিত: ১৩ মে ২০২২

বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ম্যানেজার প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার ও তার সহযোগী সুকুমার মৃধার অর্থ পাচারের শিকড় উদ্ধার হয়েছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন প্রান্তে।
শুক্রবার (১৩ মে) রাজ্যটির বিভিন্ন প্রান্তে একযোগে ৯ জায়গায় হানা দিয়েছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টার অর্থাৎ ইডি।
হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে পাঠানো অবৈধ টাকায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে পিকে’র বিরুদ্ধে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা। এদিন আর্থিক দুর্নীতির খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উঠে আসে প্রকৃত রহস্য।
জানা যায়, পিকে হালদার অর্থাৎ প্রশান্ত কুমার হালদার এবং সুকুমার মৃধা প্রকৃতপক্ষে অশোকনগরের দীর্ঘদিনের প্রতিবেশী। এতেই ইডির কাছে প্রায় স্পষ্ট দুজনের দীর্ঘদিনের যোগসাজশেই এনআরবি গ্লোবাল ব্যাংকের এই বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে।
ওই অঞ্চলে পিকে হালদারের নবজীবন পল্লীতে সুবিশাল বিলাসবহুল বাগানবাড়ি আছে। ঠিক তার পাশেই আছে সুকুমার মৃধার আরেক বিলাসবহুল বাগান বাড়ি। সুকুমার একজন মাছ ব্যবসায়ী হিসেবে সেখানে পরিচিত হলেও তার আর্থিক সঙ্গতি নিয়ে বারবার প্রশ্ন ছিল এলাকাবাসীর মধ্যে।
শুক্রবার(১৩ মে) ইডি’র তদন্তে জানা যায়, শুধুমাত্র অশোকনগরে একাধিক সম্পত্তি কিনেছে পিকে এবং সুকুমার। এদিন অশোকনগরের ৩টি বাড়িতে একযোগে তল্লাশি শুরু করে ইডি। যার একটিতে থাকতেন সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতার জামাই। তাকে জেরা করছে ইডি।
অন্যদিকে, অশোকনগরের বিলাসবহুল বাড়িতে পিকে হালদারের আত্মীয় প্রণব কুমার হালদার ও তার দুই ছেলে মিঠুন হালদার ও বিশ্বজিৎ হালদারকেও জেরা শুরু করেছে ইডি।
স্থানীয়রা জানতেন, প্রণব কুমার হালদার ছিলেন সরকারি কর্মচারী। তার বড় ছেলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং ছোট ছেলে মিঠুন হালদার বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির দিকে তারাও ছিল ইডির নজরে।
তাদের চারবিঘা জমির উপর বিলাসবহুল বাড়িটির কারণে এলাকাবাসীর মনে প্রশ্নের জন্ম দিয়েছে। এনআরবি গ্লোবালের বেআইনি টাকা হুন্ডীর মাধ্যমে ভারতে ঢুকেছে বলে ইডির অনুমান।
সূত্রের খবর, কলকাতা ছাড়াও দিল্লী, মুম্বাই এবং ভারতের অন্যান্য শহরেও পিকে এবং সুকুমার জুটির বিনিয়োগ আছে বলে অনুমান করছে ইডি। আপাতত পিকে এবং সুকুমার- দুই পরিবারকে জেরা করে সেই সম্পত্তির হদিস খুঁজছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় এই সংস্থা।
এছাড়া অশোকনগরের গণ্ডি ছাড়িয়ে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকা, কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার অভিজাত এলাকায় একাধিক বাড়ি ও অফিস রয়েছে এই যুগলের। কলকাতায় যেভাবে এই জুটির বেআইনি সম্পত্তির হদিস পেয়েছে ইডি- তাতে বলা যায়, এনআরবি গ্লোবাল কাণ্ডে পাচারের বড় টাকার হদিসই মিলছে। তবে এই সম্পত্তি ক্রয়ের টাকা কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরবে সেটি এখন দেখার বিষয়।
এদিকে সুকুমার মৃধার জামাই সঞ্জীব হাওলাদার এদিন সংবাদ মধ্যমের সামনে জানায়, প্রায় দু'বছর আগে শেষবার তার শ্বশুর অর্থাৎ সুকুমার মৃধা অশোকনগরের এই বাড়িতে এসেছিলেন। তবে সুকুমার মৃধার জামাই হিসেবে সংবাদমাধ্যমের সামনে এদিন সমস্ত সম্পর্ক এড়িয়ে যান সঞ্জীব হাওলাদার।
সঞ্জীব জানান, আর পাঁচ জনের মতই অস্পষ্টভাবে বাংলাদেশ আর্থিক তছরুপের ঘটনা তিনি শুনেছিলেন। তবে স্পষ্টভাবে তিনি কিছু জানেন না।
অপরদিকে, স্থানীয়রা জানতেন সঞ্জীব হাওলাদার নিজেও বাংলাদেশী নাগরিক। সুকুমার যে বাড়িতে থাকছিলেন সেটি মূলত পিকে হালদারের ভাই এনআরবি কাণ্ডে অন্যতম অভিযুক্ত পৃথ্বীশ কুমার হালদারের। স্থানীয়দের কাছে তিনি প্রাণেশ হালদার নামে পরিচিত ছিলেন। ৩-৪ বছর আগে পৃথ্বীশ তার বাড়িটি সুকুমার মৃধার নামে হস্তান্তর করে দেয়।
ইডি সূত্রে খবর, বাড়ি হস্তান্তরের সব কাগজপত্র তল্লাশিতে মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশী হলেও পিকে এবং সকুমার জুটি স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদ এবং মন্ত্রীর সঙ্গে চরম ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন।
এদিন পিকে এবং সুকুমারের বাড়ি ছাড়াও ইডি তল্লাশি চালিয়েছে আরেক সহযোগী, স্বপন মিত্রের বাড়িতে। অশোকনগরের একই এলাকার বাসিন্দা স্বপন মিত্র পিকে’র হুন্ডিতে আনা অবৈধ টাকা পাচারের কাজে অন্যতম অভিযুক্ত।
সূত্রের খবর, এদিন স্বপনের বাড়ি তল্লাশি চালানোর পরে মেলে একাধিক নথি। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই তাকে আটক করেছে ইডি।

- ঢাকা-বেলগ্রেডের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- খুলনায় ধর্ষণের ঘটনায় পলাতক পিবিআই ইন্সপেক্টর মাসুদ সাসপেন্ড
- জাতীয় সংসদের জন্য ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট অনুমোদন
- শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরী
- মানবতা, সাম্য ও দ্রোহের কবি নজরুল : প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে কেউ খালি পায়ে হাঁটে না :তথ্যমন্ত্রী
- নিজের মৃত্যুর গুজব শুনে বিস্মিত হানিফ সংকেত
- ১৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- পদ্মাসেতু, দেশের মানুষ খুশি-বিএনপি নেতাদের বুকে বড় জ্বালা
- যুদ্ধাপরাধ মামলায় খুলনার নাজের আলীর জামিন
- জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, প্রমাণ করলেন জাপানের বিজ্ঞানী
- যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
- বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
- চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা
- জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী আজ
- মোংলায় ভারতীয় যুদ্ধ জাহাজ, যোগ দেবে মহড়ায়
- প্রত্যাবাসনের অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে
- এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়
- খুলনায় দুই দিনব্যাপী নজরুল সাহিত্য সম্মিলনের উদ্বোধন
- মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- গুপ্তহত্যা থেকে বেঁচে গেছেন পুতিন
- এ মুহূর্তে দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই
- ইভিএমে ত্রুটি পেলে দশ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল
- প্রচারণার কৌশল হিসেবে বিএনপি সরকারকে দায়ী করে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মানুষের মুখে হাসি দেখলে বিএনপির মুখে মেঘের কালো ছায়া পড়ে: কাদের
- সাতক্ষীরায় গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে খুন
- জামিন আবেদন না মঞ্জুর, সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩৬৫ রানে থামলো বাংলাদেশের ইনিংস
- পদ্মা সেতু উদ্বোধন ২৫ জুন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তৈরি পোশাক রপ্তানি চীনের দাপট কমছে, সুবিধায় বাংলাদেশ
- বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি
- খুলনায় প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় হিন্দু যুবক আটক
- দেখা মিলল মানুষের মতো এক বিরল প্রাণীর!
- ৯ মাস গর্ভে সন্তান ধারণ করেও তার পরিচয় নিয়ে বিব্রত ‘পুরুষ মা’
- চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
- পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি ভাইরাল
- আমিরাতে চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার
- খুলনা-বরিশাল থেকে ঢাকা যাওয়া যাবে ‘তিন ঘণ্টায়’
- সন্ত্রাসীর গুলিতে ফুলতলার ব্যবসায়ী নিহত
- পদ্মা সেতু নিয়ে আবেগঘন পোস্ট মাশরাফীর
- ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল
- দুই কোটি লিটার সয়াবিন তেল নিয়ে ভিড়লো জাহাজ
- টিকার খরচ নিয়ে টিআইবির হিসেবে গরমিল; যা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
- মাঠে ২০ টাকায় মিলছে ১ মণ শসা,বাজারে কেজি ২০
- আমদানি ব্যয় বাড়ায় কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- চালুর প্রহর গুনছে স্বপ্নের রূপসা রেলসেতু!
- চার দিনে পর্যটনে ৬০০ কোটি টাকার ব্যবসা
- প্রথমবার আবাদ করেই সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০
- খুলনায় সাবেক ওসি আবু বকর ও তার স্ত্রী জেল হাজতে
- ডুমুরিয়ার ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র মাত্র ১জন
