• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাতারে বৈধ হওয়ার সুযোগ: দূতাবাসে প্রবাসীদের ভিড়

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধ করার ঘোষণার পর থেকে প্রতিদিন পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

চাপ বাড়ায় ছুটির দিনেও খোলা রাখা হয়েছে দূতাবাসের পাসপোর্ট সেবা। তারপরও ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস। অন্য সব দেশের পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রেখে, কাতার প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দেয়ার আহ্বান প্রবাসীদের।

কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধ হওয়ার জন্য ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার জন্য জরুরী হয়ে পড়েছে পাসপোর্ট।

দূতাবাসে ভিড় বাড়ায় নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরা। আর তাই কাতার প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দেওয়ার দাবি জানান প্রবাসীরা।

কাতার সরকার অবৈধদের বৈধ করার ঘোষণা পর থেকে পাসপোর্টের জন্য বাংলাদেশ দূতাবাসে আগত সেবা প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে জানালেন দূতাবাসের কাউন্সিলর মোঃ মাহবুর রহমান।

কাতার সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে অবৈধ ভাবে বসবাসরত প্রবাসীরা বৈধ হতে না পারলে, দেশটিতে বসবাসরত প্রবাসীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাতারে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বৈধ হওয়ার জন্য ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার জন্য জরুরী হয়ে পড়েছে পাসপোর্ট।

দূতাবাসে ভিড় বাড়ায় নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরা। আর তাই কাতার প্রবাসীদের বৈধ হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দেওয়ার দাবি জানান প্রবাসীরা।

কাতার সরকার অবৈধদের বৈধ করার ঘোষণা পর থেকে পাসপোর্টের জন্য বাংলাদেশ দূতাবাসে আগত সেবা প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে জানালেন দূতাবাসের কাউন্সিলর মোঃ মাহবুর রহমান।

কাতার সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে অবৈধ ভাবে বসবাসরত প্রবাসীরা বৈধ হতে না পারলে, দেশটিতে বসবাসরত প্রবাসীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকের খুলনা
আজকের খুলনা