• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

শেখ হাসিনা-সোলিহর বৈঠক, যেসব আলোচনা হল

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই এক ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহমেদ সোলিহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। গত শুক্রবার এই দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ রোববার জানিয়েছে মালের রাজ্জি পত্রিকা।

খবরে বলা হয়, শেখ হাসিনা ও ইব্রাহিম মোহমেদ সোলিহের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে- সরাসরি কার্গো বিমান চালু, পণ্য ও সেবা আমদানি-রপ্তানির আওতা বাড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মালদ্বীপে থাকা বাংলাদেশিদের করোনা টিকা দেয়া ইত্যাদি।

বৈঠকে বাংলাদেশিদের টিকা দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেইসঙ্গে করোনা মোকাবেলায় মেডিকেল টিম পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় মালদ্বীপে থাকা বাংলাদেশিদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্রে সমস্যা দূর করা এবং তাদের বৈধতার সুযোগ দেয়ার জন্য সোলিহের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

bangladesh maldives flag 1

বাংলাদেশ-মালদ্বীপের পতাকা

জলবায় পরিবর্তনের ঝুঁকিতে থাকা মালদ্বীপ ও বাংলাদেশের সরকারপ্রধানের বৈঠকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) নিয়েও আলোচনা হয়। এই ফোরমের নির্বাহী প্রধানের দায়িত্বে থাকা বাংলাদেশকে সংস্থাটিকে আরো কার্যকর করতে মালদ্বীপের প্রয়োজনীয় ও সম্ভব সব ধরনের ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন সোলিহ।

আজকের খুলনা
আজকের খুলনা