• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইরানে ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমাদিনেজাদ

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ মে ২০২১  

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার বিপুলসংখ্যক সমর্থক নিয়ে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে নিজের নাম রেজিস্ট্রেশন করেন আহমাদিনেজাদ। এরপর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

নিজের ব্যাপারে তিনি সুস্পষ্ট করে বলেন, আমি যদি আবারো অযোগ্য ঘোষিত হই তাহলে আমি নির্বাচনকে সমর্থন করব না এবং আমি ভোটও দেব না।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। ২০১৭ সালের নির্বাচনে আবারো প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনে থাকা পরিষদ তাকে অযোগ্য ঘোষণা করে। তবে এবার তিনি নির্বাচনের জন্য নিবন্ধনে সমর্থ হয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা