• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

ওজন কমানোর জন্য কুমড়াবীজ যেভাবে খাবেন

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

না খেয়ে ওজন কমানোর অনেক উপায় আছে। এবার খেয়ে ওজন কমানোর চেষ্টা করে দেখতে পারেন। বাজারে এখন মিষ্টিকুমড়া পাওয়া যাচ্ছে। সবজি হিসেবে মিষ্টিকুমড়া খাওয়া যায়। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কুমড়াবীজ খেতে পারেন।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যারা ওজন কমাতে চান তারা পরিমিত পরিমাণে কুমড়াবীজ খেলে ভালো ফলাফল পাবেন। তবে বেশি পরিমাণে খেলে ওজন উল্টো বেড়ে যেতে পারে। এ ছাড়া অতিরিক্ত কুমড়াবীজ খেলে বদ হজমের সমস্যাও দেখা দিতে পারে।

কুমড়াবীজ যেভাবে ওজন কমায়
কুমড়ার বীজে আছে উচ্চমাত্রার আমিষ এবং উপকারী ফ্যাট। এই দুই খাদ্য উপাদান দ্রুত কমাতে সহায়তা করে। এ ছাড়া কুমড়াবীজে রয়েছে ম্যাগনেসিয়াম। যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে।

যেভাবে খাবেন
সুস্বাদু এই বীজ হালকা ভেজে খেতে পারেন। দিনের যেকোন সময়ে কুমড়াবীজ খাওয়া যায়। স্ন্যাকস হিসেবেও কুমরাবীজ বেশ ভালো।

কুমড়াবীজ সবার জন্য ভালো নয়

কুমড়াবীজ খেলে কারও কারও শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে। প্রথম অল্প অল্প করে খেয়ে বুঝতে হবে অ্যালার্জির সমস্যা বাড়ছে কি না— যদি অ্যালার্জির সমস্যা না হয় তবে ওজন কমানোর জন্য কুমড়াবীজ খেতে পারেন।

উল্লেখ্য, মিষ্টি কুমড়াবীজ প্রস্ট্রেট গ্রন্থির টিউমার নিয়ন্ত্রণ করে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়।

আজকের খুলনা