• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

গায়ের রঙের সঙ্গে মানানসই হেয়ার কালার কোনটি?

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

বেশ কয়েক বছর ধরেই চুলে রং করার প্রবণতা বহুগুণে বেড়েছে। নারীরা তো বটেই; এখন অনেক পুরুষও রঙিন চুল বেছে নেন। বারগেন্ডি, গোল্ডেন কপার, ক্যারামেলসহ অনেক রঙের বৈচিত্র্য চোখে পড়ে। চুলে কেবল রং করলেই হয় না, গায়ের রঙের সঙ্গে মানানসই না হলে ফ্যাশন ঠিক জমে না। এ জন্য হেয়ার কালার করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হয়।

রূপ বিশেষজ্ঞের ভাষ্যমতে: বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের সিইও ও রূপ বিশেষজ্ঞ শারমিন কচি জানান, চুলের রং করার ক্ষেত্রে বয়স, চেহারার গড়ন, চুলের ধরন, দেহের উচ্চতা ইত্যাদি মাথায় রাখতে হবে। এ ছাড়া ব্যক্তির জীবনযাপন, স্টাইল ইত্যাদির ওপর নির্ভর করেও চুলে রং করা হয়। তিনি জানান, যে কোনো লেন্থের চুলে রং করা যায়। এমনকি কোঁকড়া, সোজা, ঢেউ খেলানো চুলেও করা যায়। চুলে মানানসই রং করলে চেহারায় আমূল পরিবর্তন আসে।

গায়ের রঙের সঙ্গে মানানসই হেয়ার কালার

১. যাদের গায়ের রং বেশ উজ্জ্বল তারা চুলে গোল্ডেন ব্রাউন কালার করতে পারেন। এতে চেহারায় লাবণ্য ফিরে আসবে। যাদের গায়ের রং একটু চাপা, তারাও গোল্ডেন ব্রাউন কালার করতে পারেন। সোজা কিংবা কোঁকড়া চুল যেমনই হোক না কেন, এ হেয়ার কালার মানিয়ে যাবে।

২. যাদের চুলের রং স্বাভাবিকভাবেই বেশ কালো, তারা বৈচিত্র্য আনতে ক্যারামেল কালার বেছে নিতে পারেন। এটি অনেকটা ব্রাউন ও গোল্ডেন শেডের মিশ্রণ। তাই এ রং পুরো চুলে করলে কালো ও সোনালির হাইলাইট এফেক্ট নিয়ে আসে। চুল ছোট কিংবা লম্বা যেমনই হোক না কেন, এই রং কালো চুলে বেশ মানাবে।

৩. গায়ের রং উজ্জ্বল কিংবা শ্যাম যেমনই হোক না কেন, নিশ্চিন্তে চুলে ডার্ক চকলেট রং করতে পারেন। এ কারণে এটি বেশ প্রচলিত হেয়ার কালারের মধ্যে অন্যতম।

৪. উজ্জ্বল ত্বকের নারী-পুরুষ চুলে গোল্ডেন কপার কালার করতে পারেন। বিশেষ করে যেসব নারীদের প্রিয় রং গোলাপি, পার্পেল ও সবুজ এবং যারা এ রঙের পোশাক বেশি পরেন, তাদের জন্য জুতসই হেয়ার কালার গোল্ডেন কপার। মাঝারি আকারের কার্ল চুলে এই রং বেশ ভালো লাগে।

৫. যাদের চুল কুচকুচে কালো, একইসঙ্গে যাদের গায়ের রং চাপা তারা চুলে বিচ ব্রাউন রং করতে পারেন। এ রং অনেকটা সমুদ্রের বালির মতো চিকচিক করে। এ কারণে অনন্য দেখায়। চুলে এ রং করলে চেহারায় স্নিগ্ধ ভাব চলে আসে।

৬. অল্প বয়সে যাদের চুল পেকে গেছে, তারা চুলে অ্যাশ ব্ল্যাক রং করতে পারেন। এ রং চুলে আভিজাত্য নিয়ে আসে। যারা চুলের রং নিয়ে হরহামেশাই পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন, তারা অ্যাশ ব্ল্যাক রং না করে অ্যাশ ব্রাউন রং করতে পারেন।

৭. যে কোনো গায়ের রং, যে কোনো আকারের চুলে বারগেন্ডি রং মানায়। আলোতে গেলে এ রং উজ্জ্বল হয়ে ওঠে। যারা নিজেকে ফ্যাশনেবল ও স্টাইলিশভাবে উপস্থাপন করতে চান, তারা নিঃসংকোচে চুলে এ রং করতে পারেন।

আজকের খুলনা