• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৬০০ নারী কর্মী নেবে জর্ডান, সরাসরি সাক্ষাৎকার

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২  

সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে চার মাসে ৬০০ বাংলাদেশি নারী পোশাককর্মী নেয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় এসব কর্মী নেবে দেশটি।

এরই মধ্যে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মী নিয়োগ দেয়া হবে। চাকরি নিয়ে জর্ডান যেতে একজন কর্মীর খরচ হবে মাত্র ১ হাজার ২০০ টাকা।

বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেশিন অপারেটর পদে ৬০০ নারী কর্মী নেয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মাসিক মূল বেতন ১২৫ জর্ডানি দিনার (১৮ হাজার ১৭৪ টাকা)। এ ছাড়া থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। কর্মীদের আসা-যাওয়ার বিমান ভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। কর্মীদের জন্য বিমা সুবিধাও রয়েছে।

দিনে আট ঘণ্টা ডিউটি। সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। এক দিন সাপ্তাহিক ছুটি। এ ছাড়া ওভারটাইমের সুযোগ রয়েছে। ওভারটাইম করলে অতিরিক্ত বেতন রয়েছে। চাকরির চুক্তি তিন বছর। চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের নিবন্ধন ফি, স্মার্টকার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ কোম্পানি দেবে। শুধু মেডিকেল ফি ১০০০ টাকা ও ফিঙ্গারপ্রিন্টের ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের দিতে হবে। অর্থাৎ, জর্ডান যেতে একজন কর্মীর খরচ মাত্র ১ হাজার ২০০ টাকা।

আজকের খুলনা
আজকের খুলনা