• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় ডাক্তারদের প্রশিক্ষণে ভিআর

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিতদের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উপায়। কিন্তু চিকিৎসক বা চিকিৎসাকাজে নিয়োজিতদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে রোগীর কাছে যেতে হয়। তবে বর্তমান সমস্যা হচ্ছে, রোগীর তুলনায় ডাক্তার কম। এই সমস্যা সমাধানের জন্য অন্য বিভাগের ডাক্তার বা ভাইরাস বিষয়ে জ্ঞাত নয় এমন পেশাদারদের এই বিভাগে আনা হচ্ছে। এজন্য তাদের কিছু প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণে আলো দেখাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি। ভিআর প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটির কিছু হাসপাতাল ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশনের মাধ্যমে হাজারো ডাক্তার ও নার্সদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সার্জারি, নিউরোলজিসহ অন্যান্য বিভাগের ডাক্তার, অবসরপ্রাপ্ত ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আজকের খুলনা
আজকের খুলনা