• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০২২  

পটুয়াখালির কুয়াকাটা সমুদ্রসৈকতের দীর্ঘ ১৮ কিলোমিটারেই এখন পর্যটকদের আনাগোনা। এ ছাড়া ইলিশ পার্ক, ইকো পার্ক, বৌদ্ধ বিহার ও রাখাইন মার্কেটসহ সকল পর্যটন স্পটে পর্যটকদের উপস্থিতি রয়েছে। 

ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সকাল থেকে পর্যটকরা আসতে শুরু করেন কুয়াকাটায়। সৈকতে ছবি তুলে, বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা এবং নোনা জলে গা ভিজিয়ে পর্যটকরা উপভোগ করছেন তাদের ঈদ আনন্দ। 

পর্যটকদের আগমনে বুকিং রয়েছে কুয়াকাটার সকল আবাসিক হোটেল মোটেলের ৯০ ভাগ রুম। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

খুলনা থেকে আসা পর্যটক সাইফুল মিয়া বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। অনেক লোক দেখে ভালো লাগছে। 

ট্যুরিজম ব্যবসায়ী আবুল হোসেন রাজু বলেন, ঈদের দ্বিতীয় দিন কুয়াকাটা সৈকতে ১৫ হাজারের বেশি পর্যটক রয়েছেন। তাদের সেবায় পর্যটন সংশ্লিষ্ট সবাই ব্যস্ত রয়েছেন। আশা করছি এই চাপে আমরা ভালো একটি মুনাফা অর্জন করতে পারবো।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটায় প্রায় ১৫ হাজার পর্যটকের রাত্রিযাপনের ধারণ ক্ষমতা রয়েছে কিন্তু এই মুহুর্তে তার চেয়ে বেশি পর্যটক কুয়াকাটায় অবস্থান করছেন। তবে অনেক পর্যটক সূর্যাস্ত উপভোগ করে ফিরে যাচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যসহ মাঠে নৌ-পুলিশ ও থানা পুলিশও তৎপর রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা