• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে মানুষের ভিড়

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। কভিডের ভয়ে পরিবার বা আপনজনের মৃত্যু হলেও সৎকারের জন্য পাওয়া যাচ্ছে না আপনজনদের।

আর এর বিপরীতে অদ্ভুত এক ঘটনা দেয়া গেছে ভারতের তামিলনাডুতে। সেখানে লকডাউন ভেঙে একটি গরুর মৃত্যুর পর তার শেষকৃত্যে কয়েকশো মানুষ জড়ো হচ্ছেন। লকডাউনের মাঝেই এমন ছবি ধরা পড়ল তামিলনাড়ুতে।

তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে এক গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। সেখানে জাল্লিকাট্টুর একটি ষাঁড় গরুর মৃত্যু হয়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে।

তেমনই একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশো গ্রামবাসী। সে ছবিই ধরা পড়ছে উপস্থিত কারও ক্যামেরায়।

সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশো মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।

এই গ্রামবাসীদের পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে নেই মাস্ক। উল্লেখ্য, তামিলনাড়ুতে এরই মধ্যে প্রায় সাড়ে বারোশো মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা