• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার ৯ প্রেক্ষাগৃহ বন্ধ, খুঁড়িয়ে চলছে ৪টি

আজকের খুলনা

প্রকাশিত: ৪ মে ২০২২  

করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। এ কারণে এবার উৎসবমুখর পরিবেশে পালন হচ্ছে ঈদুল ফিতর। করোনা সংকটকালীন নানামুখী বাধার মুখে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, পার্কসহ সব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। বর্তমানে বাধানিষেধ নেই। তাই ঈদে বাড়তি বিনোদনের জন্য খুলনার ১৩টি হলের মধ্যে চারটিতে সিনেমা চলছে। এগুলো হলো, শঙ্খ ডিজিটাল সিনেপ্লেক্স, সঙ্গীতা, লিবার্টি সিনেপ্লেক্স ও চিত্রালী ডিজিটাল সিনেমা হল। 

ঈদের দিন থেকে সঙ্গীতা হলে ‘বিদ্রোহী’, চিত্রালী ডিজিটাল সিনেমা হলে ‘গলুই’ এবং লিবার্টি সিনেপ্লেক্সে চলছে ‘শান’। এর বাইরে শঙ্খ ডিজিটাল সিনেপ্লেক্সে চলছে পুরনো ছবি ‘বলো না কবুল’।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় ১৩টি সিনেমা হল ছিল। এরমধ্যে চারটি চালু রয়েছে। বাকি নয়টি হল বন্ধ রয়েছে প্রায় দেড়যুগ ধরে। এগুলো হলো, দৌলতপুরের ঐহিত্যবাহী মিনাক্ষী, খুলনা নিউ মার্কেট সংলগ্ন ঝিনুক, খুলনার সোসাইটি, স্টার, পিকচার প্যালেস, ফুলবাড়ি গেটের জনতা, বৈকালি, গ্যারিসন ও ফুলতলার শাপলা সিনেমা হল।

খুলনার খালিশপুর বিআরডিসি রোডস্থ লিবার্টি সিনে কমপ্লেক্সের ম্যানেজার মো. মহিউদ্দিন পান্না বলেন, ‘খুলনায় চলচ্চিত্র প্রেক্ষাগৃহের কোনও সমিতি বা সংগঠন নেই। এজন্য নয়টি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। চলমান চার প্রেক্ষাগৃহের মালিকরা কর্মচারী রেখে এগুলো পরিচালনা করেন। আমরা কষ্ট করে হল চালু রাখলেও দর্শক আসে না। দর্শক সংকটের কারণে হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তবু কেন হলে দর্শক আসে না, আমরা বুঝি না। সবার হাতে হাতে মোবাইল। মানুষ এখন দেশি-বিদেশি সিনেমা মোবাইলে দেখে।’

নগরীর বয়োবৃদ্ধ আকবর হোসেন বলেন, ‘এখন সিনেমা সপরিবারে দেখার মতো অবস্থায় নেই। তাই হলে দর্শক হয় না। একটা সময় ছিল যখন পরিবারের সবাই হলে গিয়ে কোনও সংকোচ ছাড়াই সিনেমা দেখতো। হলের পরিবেশও ছিল উন্নত। বর্তমানে বাবা-মেয়ে হলে গেলে উত্ত্যক্তের শিকার হয়। পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো এজন্য দর্শক কমে যাওয়ায় হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। অথচ আমরা একসময় হলে গিয়ে সিনেমা দেখার টিকিটও পেতাম না। কোথায় গেলো সেসব দর্শক, কোথায় হারিয়ে গেলো সেসব দিন। আমরা প্রত্যাশা করি, আগের সেদিন ফিরে আসুক।

আজকের খুলনা
আজকের খুলনা