• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিনা কর্তনে সেন্সর পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

কান মাতিয়ে আসা বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে দেশেও। বুধবার সেন্সরের কাঁটাতারও পেরিয়ে গেছে ছবিটি। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বিনা কর্তনে সেন্সর পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

জানা যায়, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’গত রবিবার সেন্সরে জমা পড়ে। গত বুধবার ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানালেন সিনেমাটিকে সেন্সর সনদ দেওয়ার বিষয়ে বোর্ডের সদস্যরা ‘একমত’ হয়েছেন।

মো. জসিম উদ্দীন বলেন, ‘ছবিতে কোনো কর্তন দেওয়া হয়নি, মানে আনকাট ছাড়পত্র পাবে চলচ্চিত্রটি। এখনো ছাড়পত্র দেওয়া হয়নি। তবে শিগগিরই পেয়ে যাবে।’

এদিকে ছবিটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সেন্সর ছাড়পত্র হাতে পেলে অক্টোবরের শেষ নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে। সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তারা।

উল্লেখ্য, রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবনসংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

ছবিটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প, অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার। এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।

আজকের খুলনা
আজকের খুলনা