• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছেলে-মেয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন দুই মা

আজকের খুলনা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় মা-ছেলে এবং মা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বুধবার সারাদেশে একযোগে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। জানা গেছে, খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন মা রাবিয়া আক্তার। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের উন্মুক্ত থেকে জিপিএ-৩.৮৯ এবং তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৪ পেয়ে পাস করেছেন।

অন্যদিকে ছেলের সঙ্গে এইচএসসি পাস করেছের আরেক মা মানেকপুতি চাকমা। তার ছেলে সুমেন চাকমাও একইসঙ্গে এইচএসসি পাস করেছেন। মানিকপুতি চাকমা দিঘীনালা কলেজের উন্মুক্ত থেকে জিপিএ-৩.৬৭ এবং তার ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে পাস করেছেন।

রাবিয়া আক্তার ৩ নম্বর পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের মো. ইকবাল হোসেনের স্ত্রী এবং ইসরাত জাহান তাদের মেয়ে। অপরদিকে মানেকপুতি চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেংগী ইউপির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী এবং সুমেন চাকমা তাদের ছেলে।

রাবিয়া আক্তার জানান, তিনি পাড়াকেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করান। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ব্যাপারে আশাবাদী তিনি। এছাড়া মেয়ের ফলাফলেও খুশি তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা