• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুবিতে ইউনিভার্সাল টেস্টিং মেশিন স্থাপন

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) ক্রয় করা হয়েছে। এই মেশিনটি ক্রয়ে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকা।

মেশিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মেশিনটির কার্যকরীতা পর্যবেক্ষণ করেছেন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্র্মাণ কাজে ব্যবহৃত রড, কনক্রিট, কাঠসহ মেটাল সামগ্রীর লোড টেস্টসহ গুণগতমান যাচাই করা যাবে। এর ফলে সময় ও অর্থ বাঁচবে। কাজের গুণগতমান নিশ্চিত করতে তা সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা যায়। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।

আজকের খুলনা
আজকের খুলনা