• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নিয়ে ভাবতে হবে: শিক্ষামন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেকেই বলেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে কেন? আবার অনেকে বলেন আমাদের র‌্যাংকিংয়ের কোনও দরকার নেই। এখানে কোনোটাই সঠিক অ্যাপ্রোচ না। আমাদের র‌্যাংকিং নিয়ে ভাবতে হবে ও নজর দিতে হবে।’

আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘উচ্চ শিক্ষার জন্য বিদেশেও যাওয়া দরকার আছে। আমরা কোন জায়গায় পিছিয়ে আছি, অন্যান্য দেশের সাথে রিসার্চ কোলাবোরেশন, প্রকাশনা ও শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ আছে কিনা, সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে। কোন কোন ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে সেদিকে মনোযোগী হলেই আমরা সামনের সারিতে থাকবো।’

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা অনেক প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছি। একবারের বেশি ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না, পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না। ভর্তির ক্ষেত্রে এই ধরনের বাধাগুলো তুলে দিতে হবে। যেকোনও বয়সের যেকোনও মানুষের শিক্ষার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়ে মেধা যাচাইয়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভর্তি হবে। সেখানে বয়স কুড়ি বা পঞ্চাশ বছর বয়স কোনও বিবেচ্য বিষয় নয়, সবাইকে শিক্ষার সুযোগ দেওয়া উচিত।’

গুচ্ছ পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহের ব্যাপারে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে আমরা পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি। আমাদের মেধাবীরা সেসব দেশে পড়তে ও গবেষণা করতে যায়। সেসব দেশে যদি একটা মাত্র পরীক্ষা দিয়ে যদি যেকোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় তাহলে আমাদের দেশে কেন সেটা বাস্তবায়ন করা যাবে না? সেখানে কেন মান নিয়ে প্রশ্ন আসবে? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোরও উচিত গুচ্ছ পদ্ধতিতে এগিয়ে আসা।’

এ সময় অন্যদের মধ্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌসসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা