• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুন ২০২২  

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

এ সময় চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা বলে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেয়া হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে প্রায় ২ হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়।

এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন... জেএসসি-জেডিসি হবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী
এ সময় চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা বলে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেয়া হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে প্রায় ২ হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়।

এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা