• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শিক্ষক নিয়োগে সুপারিশ পেলেন ১১ হাজার ৭৬৯ জন

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুন ২০২২  

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে এ ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফল ঘোষণা করেন।

ফলফল অনুযায়ী, শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে এনটিআরসিএর বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদের জন্য ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে নিয়োগ সুপারিশের পর যেসব পদে কোনো প্রার্থী যোগদান করেনি অথবা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৭ হাজার ১৭ টি পদে বিধি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে ২য় মেধাধারীকে নির্বাচন করা হয়েছে।

এ সকল নির্বাচিত প্রার্থীদেরও পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা