• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দেশেই তৈরি করা যাবে ৫০০ সিসির বাইক

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

দেশে এখন থেকে ৫০০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল উৎপাদন করা যাবে। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

গত রোববার (২৪ এপ্রিল) নতুন আমদানি  নীতি (২০২১-২৪) আদেশের প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, আপাতত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। আর ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে আমদানির ক্ষেত্রে এখনও সীমাটি ১৬৫ সিসির ঘরে। তবে কেউ চাইলে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য সর্বোচ্চ ৫০০ সিসি মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি শুরু করতে পারেন।

২০১৭ সালের আগস্টের আগ পর্যন্ত দেশে মোটরসাইকেলের সর্বোচ্চ সিসিসীমা ১৫৫ ছিল। পরে ১৬৫-তে উন্নীত করা হয়।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) গত বছর সিসিসীমা তুলে দেওয়ার সুপারিশ করেছিল। সংস্থাটি বলেছিল, ৩০০ বা ৫০০ সিসির মোটরসাইকেলে সর্বোচ্চ যে গতি তোলা সম্ভব, ১৬৫ সিসি মোটরসাইকেলেও একই গতি তোলা যায়। বিশ্বের কোথাও এমন সিসিসীমা নেই। স্থানীয় মোটরসাইকেল শিল্পের বিকাশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইঞ্জিনক্ষমতার সীমা তুলে নেওয়া দরকার।

এ বিষয়ে ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, "উন্নত দেশে উৎপাদন শুরুই হয় ৫০০ থেকে ৭০০ সিসির ইঞ্জিন দিয়ে। এটার দরকার ছিল। সিদ্ধান্তটির ফলে এখন বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আসবে।

আজকের খুলনা
আজকের খুলনা