• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় জুনে চালু হচ্ছে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

চলতি বছরই জুনেই চালু হচ্ছে খুলনা আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার কাম মিনি বুল স্টেশন। ফলে স্বল্প সময়ের মধ্যে এ কেন্দ্রেই মিলছে উন্নতমানের ষাঁড়ের সিমেন। এতে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় দুধ ও মাংসের যোগান বাড়বে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মন্ডল।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি ভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ সাব সেক্টরের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় মাংসের গুরুত্ব অপরিসীম। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রাণিজ আমিষ বিশেষ করে দুধ এবং মাংসের অনেক ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে ২০১৮ সালে রূপসা বাইপাস রোড সংলগ্ন চক হাসান খালী মৌজায় ৫ একর জমির উপর আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার কাম মিনি বুল স্টেশন নির্মাণে কাজ শুরু করে প্রাণি সম্পদ অধিদপ্তর। যা ২০১৯ সালে সমাপ্ত হয়। প্রকল্পের আওতায় অফিস কাম ল্যাব ভবস, রানসহ বুল শেড (৩০টি বুলের জন্য), ফিড গোডাউন, বাড়ন্তবুলকাপ প্যান সেড (৩০টি বাড়ন্ত বুলের জন্য), আইসেলেশন শেড (৩০টি বুলের জন্য) ও সিমেন কালেকশন ইত্যাদি নির্মাণ করা হয়। বর্তমানে স্টেশনটির বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে।
খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মন্ডল বলেন, চলতি বছর জুনে স্টেশনটি চালু হবে। স্টেশনটি চালু হলে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য অবদান রাখবে।

আজকের খুলনা
আজকের খুলনা