• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সরকারি প্রশিক্ষণে বদলেছে অনেকের ভাগ্য

আজকের খুলনা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

সুনামগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ঋণ সুবিধা দিয়ে সুনামগঞ্জের বেকার যুবকদের স্বাবলম্বী হতে সহায়তা করছে এই প্রতিষ্ঠান। তবে জনবল সংকট থাকায় প্রশিক্ষণ ও ঋণ প্রদানে বাঁধার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরকে। 

সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজার এলাকার শামসুজ্জামান পড়ালেখা শেষ করে চাকুরির আশা না করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও পাখির খামার গড়ে তুলেন। শুরুতে ১০০টি পাখি নিয়ে খামার শুরু করলেও এখন তার খামারে ৫ হাজার পাখি রয়েছে। এই ব্যবসার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে শতাধিক শিক্ষার্থী।   

শামসুজ্জামানের মতো অনেক বেকার নারী-পুরুষ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন কর্মসংস্থানও। এই প্রতিষ্ঠানে প্রতিবছর কয়েকশ’রও বেশি প্রশিক্ষণার্থীকে সরকারি খরচে বিভিন্ন ধরণের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়।  পরে আত্মকর্মসংস্থানের জন্য স্বল্প সুদে ঋণও দেয়া হয়। 

কিন্তু জনবল সংকটে ভুগছে সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর। জেলায় ৭৭টি পদের বিপরীতে রয়েছে মাত্র ২৬ জন কর্মকর্তা। তবে এই সংকটের মধ্যেও আলো ছড়ানোর চেষ্টা চলছে বলে জানালেন কর্মকর্তারা।  

জনবল সংকট দূর হলে প্রশিক্ষণ ও ঋণ প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানালেন এই কর্মকর্তা। 

আজকের খুলনা
আজকের খুলনা