• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক উন্নয়নে একনেকে পাস ৬৪৩ কোটি টাকা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক উন্নয়নের জন্য একনেকে পাস হয়েছে ৬৪৩ কোটি টাকার প্রকল্প। আগামী ডিসেম্বরে কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের। কুষ্টিয়া-মেহেরপুরের এই সড়কটি সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল। এরমধ্যে গাংনীর জোড়পুকুর এলাকায় প্রায় ১ কিলোমিটার চলাচলের অযোগ্য।

তবে অবশেষে জোড়পুকুর অংশে শুরু হয়েছে সংস্কার কাজ। মেহেরপুর অঞ্চলের সড়ক ও জনপথ বিভাগ, সওজের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানালেন, এবার পুরো সড়কটিই আসতে যাচ্ছে উন্নয়নের আওতায়। ১৮ ফুটের এই রাস্তাটি অচিরেই ৩০ ফুট হতে যাচ্ছে।

এতে স্বস্তি প্রকাশ করেছেন সড়কটি ব্যবহারকারীরা। তারা বলছেন, সড়ক জুড়েই খানাখন্দ। দুর্ভোগ-দুর্ঘটনা নিত্যসঙ্গী। একজন জানালেন, সপ্তাহে অন্তত ১৫-২০টি সড়ক দুর্ঘটনা হয় এই রাস্তায়। তাই প্রকল্প বাস্তবায়ন হলে এমন দুর্ঘটনা কমবে বলে আশা তার।

একমত ব্যবসায়ীরা। তারাও বলছেন, সড়কের উন্নয়নের সাথে বদলে যাবে এলাকার আর্থসামাজিক অবস্থা। গড়ে উঠবে কলকারখানা, সৃষ্টি হবে কর্মসংস্থান। আর এর ফলে এলাকার বেকারত্বের হারও কমবে।

কুষ্টিয়া-মেহেরপুর সড়ক প্রায় ৫৪ কিলোমিটার। এরমধ্যে ২৪ কিলোমিটার পড়েছে কুষ্টিয়ায়, বাকিটা মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন।

আজকের খুলনা
আজকের খুলনা