• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক দিনের রিমান্ডে

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মে ২০২৩  

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালের এক মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার এই মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মতিঝিল ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফরমান আলী। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়া রিমান্ড শুনানির জন্য দুই দফা সময় পিছিয়ে আজ দিন ধার্য করেন।

এর আগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সেই মামলায় কারাগারে আটক আছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মননয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামায়াতের ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি রোড বন্ধ করে মিছিল ও শো-ডাউন করে যানচলাচল বন্ধ করে দেয়। এতে পুলিশ বাধা দিলে ইট পাটকেলসহ ককটেল বোমা নিক্ষেপ করে। এই অভিযোগে ওই সময় পল্টন থানায় উপ-পরিদর্শক সোমেন বড়ুয়া বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহভাজন হিসেবে গোলাম পরওয়ারকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আজকের খুলনা
আজকের খুলনা