• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ভাঙচুর : তিন আসামির জামিন স্থগিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির ও বেশকিছু দোকান ভাঙচুরে ঘটনায় দায়ের করা মামলায় তিন জনকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। জামিন স্থগিত হওয়া আসামিরা হলেন- আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাসান এ স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত ১৪ অক্টোবর বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ তিন আসামিকে জামিন দেন। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে মন্দির, বেশকিছু দোকান ও একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালি গ্রামে হামলা চালান। তারা অতর্কিতভাবে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করেন। এসময় শিবপদ ধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। তারা সেখানকার কয়েকটি মন্দিরেও ভাঙচুর করে। এসময় কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৮ আগস্ট খুলনার রুপসা থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা