• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে এবার সার ও বীজ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মেহেদী হাসান পুলুর বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।

আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী পালিয়ে যান। মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মেহেদী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালান। টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার বাড়ির একটি ঘর থেকে সরকারি বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, পাঁচ কেজি ওজনের পাঁচ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, ২২ বস্তা এমওপি সার ও ৪৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

এ ব্যাপারে মেহেদীর দাবি করেন, তিনি কৃষকের কাছ থেকে এসব কিনেছেন।
ইউএনও জানান, উদ্ধার করা সার ও বীজ সরকারের কৃষি বিভাগের বলে ধারণা করা হচ্ছে। এসব ওই ব্যবসায়ীর বাড়িতে কীভাবে আসলো তা তদন্ত করা হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা