• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

শ্যামনগরে গভীর রাতে পূজা মন্ডপ থেকে হিন্দু সম্প্রদায়ের ২ যুবক আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার পূজা মন্ডপের গেট থেকে গভীর রাতে হিন্দু স¤প্রদায়ের দুই যুবককে আটক করেছে জামায়াতের শান্তি নিরাপত্তা টিমের সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে। আটকরা হলো, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে সুকুমার সরকার (১৯) ও একই গ্রামের বেনিমাদব দাশের ছেলে গৌরাঙ্গ কুমার দাশ (২২)।
বাজার পাহারাদর ও জামায়াত ইসলামির শান্তি কমিটির বাবলুর রহমান বলেন, অনেক রাতে পূজামন্ডপের পাশ দিয়ে তাদের ঘোরাফিরা দেখে আমরা সন্দেহ করতে থাকি। পরে বাজারের পূজামন্ডপের গেট ধরে ঠেলাঠেলি করা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকের পরে হরিনগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিত কুমার মলি­কের কাছে হস্তান্তর করা হয়। হরিনগর বাজার পাহারাদার মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর ও জামায়াত ইসলামীর শান্তি নিরাপত্ত টিমের প্রধান বাবলুর রহমানের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। 

হরিনগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিত কুমার মলি­ক বলেন, আটকের পর বাবলু ভাই আমাকে ফোন দিয়ে বলার পর আমি যেয়ে আটকদের উদ্ধার করে তার বাবা মার কাছে দিয়ে দেই।

আজকের খুলনা