• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

সাতক্ষীরায় আটক ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

আজকের খুলনা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আটক ৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে আদালত জামিন মঞ্জুর করেছেন। দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে শুক্রবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সালাউদ্দীন আহম্মেদের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় আদালত তাদের জামিন মজ্ঞুর করেন।

জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন , সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী সাকিব হাসান (১৯), শহরের ইটাগাছার তাসিন ফারহান নিলয় (২২), দেবহাটার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন(১৯), একই গ্রামের ফাহিম হোসেন(১৯), দেবী শহরের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ নাফিজুল ইসলাম (২০)। আসামীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করছেন।

আজকের খুলনা