• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে কৃষক লীগের খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

কৃষক লীগের উদ্যোগে বৃহস্পতিবার যশোরে কৃষক লীগের উদ্যোগে খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

যশোর জেলা কৃষক লীগের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব উল আলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলার জনগণের ভাগ্য উন্নয়নের সরকার। যতবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বাংলার কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা