• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

পান্ডব-পায়রা নদীতে সেতু নির্মাণে ৫ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

আজকের খুলনা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

বরিশালের পান্ডব ও পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণের জন্য যৌথভাবে দেশি-বিদেশি পাঁচ প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার৷ এতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিক কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ মাহমুদ খান।

তিনি বলেন, আজকে ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কেনার প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি, কৃষি মন্ত্রণালয়ের দুইটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। এরমধ্যে ক্রয় কমিটি পাঁচটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে৷ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। অনুমোদিত পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।  

অতিরিক্ত সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক “বরিশাল (দিনেরারপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ” প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথ উদ্যোগে কোরিয়ার দোহা, অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, কুয়েতের প্যান আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সেরাম অ্যাসোসিয়েটস লিমিটেড এবং এসিই কনসালন্টকে ৭২ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

আজকের খুলনা