• বুধবার ৩১ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

ফকিরহাটে চার হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালকসহ আটক ২

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

বাগেরহাটে চার হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনা যাচ্ছিল।

আটক কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। চাকলের সহযোগী রুবেল হোসেন (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশী করে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় চালক ও সহযোগিকে গ্রেপ্তার করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা