• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঝিকরগাছায় এক কেজি সোনার বারসহ আটক ২

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

যশোরের ঝিকরগাছায় প্রায় এক কেজি সোনার বারসহ দু’জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর বুড়োর দরগাহ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চার পিস সোনার বার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আউয়াল মোল্লার ছেলে মহিবুল (৩২) ও বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৭)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে দুই কারবারি ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে কীর্তিপুরে গতিরোধ করে ডিবি পুলিশ। পরে তাদের কাছে থাকা চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৮২ লাখ টাকা। এ বিষয়ে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, ডিবির ওসি রুপন কুমার সরকার ও ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তসহ অন্যান্য কর্মকর্তারা।

আজকের খুলনা
আজকের খুলনা