• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সুন্দরবনে‌ গরু‌ আনতে গিয়ে বাঘের আক্রমণে কৃষক আহত

আজকের খুলনা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে ফজলু গাজী (৬২) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। আহত ফজলুকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে বাঘের আক্রমণের শিকার হন তিনি। ডান পায়ে তার ক্ষতস্থানে অস্ত্রপাচার করতে হবে।

ফজলু গাজীর বাড়ি শরণখোলার উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর গ্রামে। কৃষিকাজ ও গরু পালন করে দিন কাটে এই বৃদ্ধের।

ফজলুর স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমাদের বাড়ি সুন্দরবনের একেবারেই কাছে। গত মঙ্গলবার সকালে আমাদের একটি গরু ছাড়া পেয়ে শুকিয়ে যাওয়া ওই ভোলা নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। বেলা ১১টার দিকে গরু আনতে ওপারে যান আমার স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু গাজী বলেন, বনের কিছুটা ভেতরে যেয়ে গরুর দেখা পাই। গরু নিয়ে ফিরব এমন সময় কিছু দৌড়ে আসার শব্দ পাই। সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করে উঠি। খালে দুই নৌকায় ১০-১২ জন মাছ ধরছিল। তারা সবাই চিৎকার দিয়ে ছুটে আসে। এর মধ্যে বাঘ এসে আক্রমণ করে। সবার হাক-ডাকে বাঘ আবার বনে চলে যায়।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে রেখে দুই দিন দেখানোর পরে বৃহস্পতিবার জেলা হাসপাতালে ভর্তি হন।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বাঘের কামড়ে আহত ফজলু গাজী আমার চেম্বার এসেছিলেন। তার ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়ে গেছে। পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটানোও তাদের জন্য কঠিন। আমরা তাকে ভর্তি করে হাসপাতাল থেকে সব ধরনের সেবা দিচ্ছি।  শনিবার তার পায়ের ক্ষত স্থানে অস্ত্রপাচার করা হবে।

তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বন বিভাগ। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হয়তো অবৈধভাবে বনে প্রবেশ করায় আমাদের কিছু জানায়নি তারা।

আজকের খুলনা
আজকের খুলনা