• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তিন জেলায় অভিযানে ১০ ‘ডাকাত’ আটক, অস্ত্র ও স্বর্ণাংকার উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

যশোর ও বাঘারপাড়ায় সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় ১০ সদস্যকে আটক করেছেডিবি পুলিশ। ২৯ ও ৩০ নভেম্বর ভোররাত পর্যন্ত গোপালগঞ্জ, নড়াইল ও খুলনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাতদলের কাছ থেকে লুুণ্ঠিত মালামালের মধ্যে ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নদগ ২২ হাজার টাকা, রাম দা, গাছি দা, খেলনা পিস্তল, মাস্টার চাবি উদ্ধার করা হয়।

আন্তঃজেলা এই ডাকাত দল বাঘারপাড়ার করিমপুরসহ ওই এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এছাড়া যশোর শহরতলী তপসীডাঙ্গা গ্রামে ডাকাতির সাথে তারা জড়িত।

যশোর ডিবি পুলিশের আইটি এক্সপার্ট টিমের তদন্ত ও অভিযানে আটককৃত ডাকাতরা হচ্ছে, গোপালগঞ্জের তারিকুল ইলাম, সবুজ আলী, বোরহান সরদার, নড়াইলের আরজ আলী, নাদিম মাহমুদ, রুবেল সরদার, শাহ আলী বাবু, খুলনার ওয়াহিদ মোল্লা, আফরোজা খাতুন ও সুনাম বিশ্বাস। বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে ডাকাতি ঘটনায় আরাফাত হোসেনের করা মামলায় আটকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।

আটক ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানা ও আদালতে একাধিক হত্যা, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি রূপন কুমার সরকার।

আজকের খুলনা
আজকের খুলনা