• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফকিরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

বাগেরহাটের ফকিরহাটে দূর্বৃত্তের গুলিতে আহত শামুক ব্যবসয়াী জাহিদ মীর মারা গেছেন। রবিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযায়। ঢাকায় ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জাহিদের নিকট আত্মীয় সাবেক ইউপি সদস্য মোঃ কুদ্দুস সরদার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) জুম্মার নামাজের শেষে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় জাহিদকে গুলি করে দূর্বৃত্তরা। গুলিবিদ্ধ জাহিদ মীরকে গুরুতর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন শনিবার(১৫ অক্টোবর) জাহিদ মীরের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ৮জনের নাম উল্লেখসহ ও আরও অজ্ঞাতনামা ৬জনকে আসামী করে ফকিরহাট থানায় মামলা করেন। তবে ঘটনার দু’দিন পার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গুলিবিদ্ধ জাহিদ মীর খুলনা মহানগরীর বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। সে ফকিরহাটে শশুর মোল্লা শহীদ এর বাড়িতে থেকে শামুকের ব্যবসা করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। জাহিদ নিজেও হত্যা মামলার আসামী ছিল বলে জানা যায়।

সাবেক ইউপি সদস্য মোঃ কুদ্দুস সরদার বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মীর মারা গেছেন। আমরা পুলিশকে অবহিত করেছি। আইনগত প্রক্রিয়া শেষে জাহিদের মরদেহ আমাদেরকে দিলে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

ফকিরহাট থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, ঢাকায় ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ মামলার আসামিদের আটকের চেষ্টা করছে।

আজকের খুলনা
আজকের খুলনা