• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ মে ২০২২  

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানচালক। আজ বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যানচালকের নাম-ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাগেরহাট শহর থেকে আসা ইটবোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম মারা যান। আহত দুই জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানানন, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ঘাতক ট্রলির চালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা