• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ইটবোঝাই ট্রলিচাপায় মেহেরপুর জজ আদালতের পেশকার নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাসস্ট্যান্ডে ইটবোঝাই ট্রলিচাপায় মেহেরপুর জজ আদালতের পেশকার মোমিনুল হক (৩২) নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল হকের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে মেহেরপুর জজ আদালতে যোগদান করেন।

স্থানীয়রা জানান, মোমিনুল হক বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুর জজ আদালতে যাচ্ছিলেন। চেংগাড়া স্থানে মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন মোমিনুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোমিনুল হককে চাপা দেওয়া ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ গ্রহণ সাপেক্ষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা