• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বশেমুরবিপ্রবি`র শিক্ষক বাসের ধাক্কায় নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান রাজিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে মশিউর রহমান তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় নাজিরপুরের কবিরাজ বাড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনিসহ তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। সন্ধ্যায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুরবরণ করে শিক্ষক কাজী মশিউর রহমান রাজিব।

নিহত শিক্ষকের স্ত্রী ও ছেলে খুলনা গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকে অভিযান চলছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, কাজী মশিউর রহমানের মরদেহ নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীরা এমন আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা