• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সি মেহেরুল্লাহ রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো। নিহত সাইদুল ইসলাম (৪০) এর বাড়ি চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম চুড়ামনকাটি বাজার থেকে তার নিজস্ব ট্রলিতে মাটি বোঝাই করে ছাতিয়ানতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ছাতিয়ানতলা মল্লিকপাড়া রেল লাইনের উপর পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা পাকশিগামী একটি যাত্রীবাহী ট্রেন তার ট্রলিতে ধাক্কা দেয়।

এ সময় ট্রলিসহ সাইদুল ইসলাম ট্রেনের সামনে জড়িয়ে গেলে ট্রেন তাদের টানতে টানতে প্রায় এক কিলোমিটার দূরে মুন্সি মেহেরুল্লাহ রেলস্টেশনে গিয়ে থামে। এতে সাইদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

এলাকাবাসী ছুটে গিয়ে তার মরদেহ ও গাড়িটি উদ্ধার করে। এসময় থেকে আধাঘন্টা যশোর থেকে সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। পরে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আজকের খুলনা
আজকের খুলনা