• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইভ্যালির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় প্রতারণার অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

দেশের আলোচিত ই কমার্স প্রতষ্ঠান ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার রাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ব্যক্তি এ অভিযোগ দিয়েছেন। কয়েক কিস্তিতে টাকা পরিশোধের পরও মোটরসাইকেল ডেলিভারি না দেয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন চঞ্চল।

জাহাঙ্গীর আলম চঞ্চল জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অনলাইন মার্কেটিং প্রতিষ্ঠান থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কেনার জন্য গত ২৯ মে অর্ডার দেন। কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। এরপর তিনি ইভ্যালির হটলাইন নম্বরে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এ কারণে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে প্রতিষ্ঠানের সিইও এবং চেয়ারম্যানকে অভিযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা