• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

গণদুশমন আখ্যায়িত করে কালো তালিকা প্রকাশ

আজকের খুলনা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪  

ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে গত ১৬ বছর যে সকল পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী ফ্যাসিস্ট লুটেরা সরকারের সাথে মিলে দেশের জনগণের সাথে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ ও ব্যবসায়ী সংগঠন দখল করায় তাদেরকে গণদুশমন আখ্যায়িত করে তালিকা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। বুধবার বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে কালো তালিকা পাঠ করেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। 

রাজনীতিবিদ : অবৈধ হাসিনা সরকারের আমলে বিনাভোটে নির্বাচিত সংসদ সদস্য, সিটি মেয়র ও কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য, পৌর মেয়র ও কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্য হয়ে জনগণের সম্পদ লুট, জনগণকে নির্যাতন করেছে। অবৈধ শেখ হাসিনার আমলে যে বা যারা খুলনা শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতিগুলো অবৈধ ভাবে দখল করেছে এবং ব্যবসায়ীদের নির্যাতন করেছেন তারা সকলে। এছাড়া খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. তারিক মাহমুদ তারা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সদস্য সচিব শেখ শাহজালাল সুজন, আওয়ামী লীগ নেতা গাউসুল আজম, শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান বিশ^াষ, এড. ইকবাল হোসেন, এড. আনিসুর রহমান পপলু, জেড এ মাহমুদ ডন, ফয়জুল ইসলাম টিটো, তালাত হোসেন কাউট, সওকত হোসেন, আসাদুজ্জামান রাসেল, ভূমিদস্যু আবেদ আলী, ভূমিদস্যু আসগর আলী তারা বিশ^াসসহ ৩৪১ জন।

পুলিশ সদস্য : কেএমপির সাবেক কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত কমিশনার রকিবুল ইসলাম, উপ-কমিশনার সোনালী সেন, গোয়েন্দা পুলিশের ডিসি নুরুজ্জামান, খুলনা সদর থানার সহকারী কমিশনার কাঞ্জিলাল, খুলনা সদর থানার সাবেক ওসি কামরুজ্জামান, সাবেক ওসি আল মামুন, দৌলতপুর থানার ওসি প্রবীর, সোনাডাঙ্গা থানার সাবেক ওসি মমতাজুর রহমান, কেএমপির এস আই সুকান্ত, আবু সুফিয়ান, খুলনা থানার সাবেক এস আই টিপু সুলতান, এসআই পিযুষ, এস আই হাসান, এস আই মামুনসহ ২৮৭ জন পুলিশ।        

আজকের খুলনা