• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনা জেলা পরিষদে ভাঙচুর, অগ্নিসংযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

খুলনা জেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদে রাখা পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।
একটি টেলিভিশনের সাংবাদিক বলেন, নিউজ কাভারের জন্য সকাল থেকে বাইরে রয়েছি। মোটরসাইকেল কোথাও নিরাপদের রাখতে না পেরে জেলা পরিষদের চত্বরে রেখেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা সেখানে গিয়ে অগ্নিসংযোগ করে। এতে আমারসহ আরও চারটি মোটরসাইকেল পুড়ে যায়।

জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা বলেন, জেলা পরিষদের দরজা-জানালা ভাঙচুর চালানো হয়। গ্যারেজে রাখা পরিষদের কর্মকর্তাদেরসহ পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  

আজকের খুলনা