• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনায় প্রধানমন্ত্রীর চাচাতো ভাইয়ের বাড়িতে আগুন

আজকের খুলনা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা অহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা। আগুন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দীন জুয়েলের শেরে বাংলা রোডস্থ বাড়িতে। সালাহউদ্দীন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য।

আন্দোলনকারীরা খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় আহত হয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারকে পিটিয়ে আহত করেছে আন্দোলনকারীরা।  

এরপর আগুন দেওয়া হয়েছে জেলা পরিষদ কার্যালয়ের ভেতরেও। আজ দুপুরে খুলনার ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, বাংলাদেশ ব্যাংক মোড় ও আওয়ামী লীগ কার্যালয় রনক্ষেত্রে পরিণত হয়। হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরাও।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নগরের শিববাড়ী মোড়ে আসতে থাকেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

আজকের খুলনা