• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ

আজকের খুলনা

প্রকাশিত: ২ আগস্ট ২০২৪  

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৬২২) এর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, রনজিত কুমার ঘোষ, মোড়ল আনিসুর রহমান, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাজী মোঃ সরোয়ার হোসেন সভাপতি, মোঃ আজাদ শেখ সাধারণ সম্পাদকসহ অন্যান্য ২৫ পদের কর্মকর্তারা শপথ গ্রহণ করেন।

এর আগে মেয়রের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ শ্রম ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আজকের খুলনা