• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফের খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার তারিখ পরিবর্তন

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভার নির্ধারিত তারিখের আবারও পরিবর্তন করা হয়েছে। জনসভাটি ১১ নভেম্বরের পরিবর্তে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে জনসভাটি ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিল ৯ নভেম্বর। পরবর্তীতে দুদিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। বুধবার আরও দুদিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

সূত্র :বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আজকের খুলনা
আজকের খুলনা