• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর যুগে এনে দিয়েছেন

আজকের খুলনা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর যুগে এনে দিয়েছেন। খালেদা নিজামী জোট সরকারের সময় এ দেশ ছিল হত্যা, ধর্ষণ, সা¤প্রতিক জঙ্গি ও মৌলবাদ আর লুটের স্বর্গরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে সা¤প্রদায়িক স¤প্রীতির বাংলাদেশ। ধর্ষণের পরিবর্তে নারীকে নেতৃত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে। লুটেরা দের হাত থেকে দেশকে রক্ষা করে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে। শেখ হাসিনা অত্যাচার নির্যাতনের বিপরীতে শান্তি দিয়েছেন। তিনি দলের সকল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলের দ্বিধা দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। 
গতকাল শনিবার বিকেল ৪টায় জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনের সভাপতিত্বে এবং হোসেন আলী হাওলাদারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং যোগীপোল ইউপি চেয়াম্যান সাজ্জাদুর রহমান লিংকন, খুলনা বিভাগীয় শ্রম বিষয়ক পরিচালক মিজানুর রহমান, নগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহমুদ্দিন আহম্মেদ, মহিলা আ’লীগের নেত্রী মাফুজা শাহবুদ্দিন, শাহজাহান মাস্টার, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, আনিছ মোড়ল, আ’লীগ নেতা হাবিব মোড়ল, ইউসুফ আলী খলিফা, ছাত্রলীগ নেতা সুমন খন্দকার, মনির হোসেন, মাস্টার মতিয়ার রহমান, দেবাশীষ মন্ডল, ইউপি সদস্য শহিদুল ইসলাম পিটু, ইউপি সদস্য আমজাদ হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাফিজা বেগম, শেখ তরিকুল ইসলাম, আলমগীর হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা